জুড়ীতে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি::
সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা চালক লিটন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। লিটন জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ এলাকার রনু মিয়া ছেলে।
লিটন শনিবার (১২ অক্টোবর) রাত নয়টায় জুড়ী-ফুলতলা সড়কের সমাই বাজারে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা লাগলে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতেই তিনি মারা যান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুর্শেদুল আলম ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।