শ্রীমঙ্গলে পূজামন্ডপ পরিদর্শন সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের পূজা নির্বিঘ্নে ও আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে অনেক আগে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা সভা এবং মতবিনিময় সভা করা হয়েছে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে।
উপজেলার প্রত্যেকটি এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বীদের সাথে সাক্ষাৎ করে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হয়েছে এবং বলেছেন এবারের পূজায় পাহারাদার হিসেবে কাজ করে যাবেন তিনি।
তারই অংশ হিসেবে ১১ অক্টোবর শুক্রবার অষ্টমী পূজার দিনে উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগান সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি শারদীয় শুভেচ্ছা বিনিময় করে সবাইকে নির্ভয়ে আনন্দের সাথে পূজা উদযাপন করার পরামর্শ দেন এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম নেতা গৌতম সেন, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুশীল শীল, বিএনপি নেতা নজরুল ইসলাম, টিটু দাস, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশা, মহসিন মিয়া মধুর একমাত্র ছেলে যুবনেতা মুরাদ হোসেন সুমন, ভাতিজা ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।