ফেসবুকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস, যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে অভ্র দাস (২৫) নামের এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ‘Avro Das’ নামের একটি ফেসবুক পেজ থেকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়া হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে অভ্র দাস নামের ওই হিন্দু যুবককে আটক করে পুলিশ। এদিকে, ওই ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ওই যুবক বড়লেখা থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।