শহীদ আবরার ফাহাদের স্মরণে মৌলভীবাজারে ছাত্রদলের মৌন মিছিল
প্রকাশিত হয়েছে : ৭ অক্টোবর ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বুয়েটের ছাত্রলীগের নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদকে স্মরেণ করে মৌলভীবাজারে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৭ অক্টোর) মৌলভীবাজার সরকারি কলেজে আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
এতে অংশনেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফাহিমুর রহমান, আকিব আহমদ, ফুয়াদ হাসান দুরুদ, সৈয়দ আসেফ,আকিব আহমদ শাওন প্রমুখ।
উল্লেখ্য ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হন। এরপর থেকে সারাদেশের শিক্ষার্থীরা এই দিনটিকে স্মরণ করেন।