আগামী ৫ অক্টোবর ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে মৌলভীবাজারে সীরাত প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আগামী ৫ অক্টোবর ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে মৌলভীবাজারে সীরাত প্রতিযোগিতার আয়োজন করেছে আলহাজ্জ ডা: মুহাম্মদ কুতুব উদ্দীন এডুকেশন ট্রাস্ট।
প্রতিযোগীতায় প্রথম পুরস্কার নগদ ৫ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার নগর তিন হাজার ও তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা। এছাড়া আরো অসংখ্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মৌলভীবাজার সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই গ্রুপের দশ জন এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হবে আগামী ৫ অক্টোবর মৌলভীবাজার পৌরসভার মিলনায়তনে।