মিলাদুন্নবী মাহফিলে আমরা অন্তরে নবীপ্রেমকে আরো মজবুত করি || ইসলামিক স্কলার সায়্যিদ মাআন আদ দাব্বাগ আল হাসানী মক্কী
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:২০ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রীর উদ্যোগে শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রীতে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা শরীফের প্রখ্যাত বুযুর্গ ও মুহাদ্দিস সায়্যিদ মুহাম্মদ ইবনু আলাভী আল মালিকী (র.) এর জামাতা বিশিষ্ট বিশিষ্ট ইসলামিক স্কলার সায়্যিদ মাআন আদ দাব্বাগ আল হাসানী মক্কী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা মুসলমানদের ঐতিহ্য ও সংস্কৃতি। এসব মাহফিলের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করি, আমাদের অন্তরে নবীপ্রেমকে আরো মজবুত করি। আমাদের জন্য জরুরী হলো পরবর্তী প্রজন্মের কাছে মিলাদুন্নবী উদযাপনের গুরুত্বকে তুলে ধরা এবং এগুলো পালন করতে তাদরেকে উদ্বুদ্ধ করা।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রীর প্রিন্সিপাল শায়খ মাওলানা আবুল হাসানের উপস্থাপনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রীর ইমাম ও খতীব শায়খ মাওলানা নুরুজ্জামান, মাওলানা বদরুল ইসলাম ফুলতলী ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল হাসান।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রীর পরিচালক আলহাজ্ব মো. জসিম উদ্দিন, হাফিয মাওলানা সাব্বির আহমদ, মুজাহিদ খান, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ রেজাউল হক মুক্তা, শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রীর সেক্রেটারী আলহাজ্জ রইছ আলী, আলহাজ্জ আঙ্গুর বখশ, হাজী মুহাম্মদ রিয়াজ মিয়া, হাজী মুহাম্মদ মবশির মিয়া, হাফিজ মাওলানা ওলিউর রাহমান প্রমুখ।