মৌলভীবাজারে জামায়াতের সিরাতুন্নবী (সা:) শীর্ষক আলোচনা সভা
সুন্নতে রাসূল (সা:) এর পথে থাকলে নির্যাতন আসবে কিন্তু ময়দান ছাড়া যাবে না: মাওলানা আব্দুল হালিম
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, রাসূলের সুন্নতের আলোকে রাষ্ট্র ব্যবস্থা না থাকায় ১৮ কোটি মানুষ কষ্টের মধ্যে আছে। প্রতিটি প্রদক্ষেপে রাসূলের আদর্শ মেনে চলতে হবে। সুন্নতে রাসূলের পথে থাকলে নির্যাতন আসবে কিন্তু ময়দান ছাড়া যাবে না। অনেক বাঁধা আসবে, থেমে থাকা যাবে না।
২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সা:) শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে মাওলানা আব্দুল হালিম আরো দেড় দশকে রাষ্ট্রের চিত্র তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে পারেনি। অজুখানায় অনেককে নামাজ পড়তে হয়েছে। নামাজ পড়লে দাঁড়ি রাখলে নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে। ৪’শ আলেমকে আওয়ামীলীগ সরকার হত্যা করেছে। ১ লক্ষ আমাদের নেতাকর্মী জেল কেটেছেন। জামায়াত নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চেও বলেছেন গোলাপের গন্ধ পাচ্ছি। জামায়াত নেতৃবৃন্দ অন্যায়ের সাথে আপোষ করেননি।তিনি জোর দিয়ে বলেন, আলেমদের সাথে জুলুম করার কারণে সরকারের এই পরিণতি হয়েছে।
জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো: ইয়ামীর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মো: ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা আমীর ও সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও শেরে বাংলা নগর দক্ষিণ থানা আমীর মাও: আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মো: আলা উদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য হারুনুর রশিদ তালুকদার, জেলা উলামা বিভাগের সভাপতি মাও: শেখ আব্দুল হক, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহীন,জুড়ী উপজেলা আমীর হাফেজ নাজমুল ইসলাম ছাত্রশিবির জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন ও শহর সভাপতি তারেক আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এডভোকেট ফয়জুল করিম ময়ুন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমান, পৌর সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদ হামদে বারি তায়ালা, নাতে রাসূল পেশ ও কবিতা আবৃত্তি করেন। শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত পেশ করেন হাফেজ মাহবুবুল হক।