পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রকাশিত
পেয়ারা হাবিব মুহাম্মদ || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
১৬.
কোন ইশারায় আকাশ দোলে
টুকরো হয়ে নামে চাঁদ-
আল আরাবি নূরের নবী
পেয়ারা হাবিব মুহাম্মদ।
কার বদনের ঘামের ফোটা
খুশবো হয়ে বিলায় ঘ্রাণ
আমার নবীর আগমনে
ওই দাসি পায় পরিত্রাণ।
জানো তুমি গাছের কথা
লুটিয়ে পড়ে কাহার পায়
কোন খুশিতে ফুল ফুঁটেছে
রূক্ষ মরুর সাহারায়।
অন্ধ আকাশ উঁকি দিয়ে
আনলো কেন আলোর চাঁদ?
আল আরাবি নূরের নবি
তিনি হলেন মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।।