মৌলভীবাজারের ৩টি উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ধানের চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের ৩টি উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ধানের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলা টিলাগাও বাজারে প্রায় ৩৫ জন কৃষককে রূপা আমন ধানের চারা হাতে তুলে দেয়া হয়। শ্রমিকল্যাণ জেলা সভাপতি আলা উদ্দিন শাহ’র সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা সেক্রেটারী মোঃ আলা উদ্দিন’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী। এসময় বক্তব্য দেন, শ্রমিক কল্যাণের কুলাউড়া উপদেষ্টা মোঃ জাকির হোসেন।
উপস্থিত ছিলেন- আবুল কাশেম আজাদ,সুলতান আহমদ চৌধুরী,আফজাল হোসেন, এদিকে জেলার রাজনগর উপজেলায় রোববার বিকেলে ২০ জন কৃষকদের মাঝে পৃথকভাবে ধানের চারা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজনগর উপজেলা উপদেষ্টা আবুর রাইয়ান শাহিন, আবুল খায়ের, তারেক মিয়া প্রমুখ।
এদিকে জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় পৃথকভাবে আরও ২৫ জন কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিককল্যাণ জেলা সভাপতি আলা উদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলার উপদেষ্টা মোঃ মাসুক মিয়া, সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি আতাউর রহমান খান, উপজেলা সেক্রেটারি নওশাদ প্রমুখ।