“কোন নন-নার্স নার্সদের মূল্যায়ন করতে পারবেন না”
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
“তিনি একজন নার্স রোগীদের সেবা করেন। নার্স ছাড়া আর কেউ বুঝতে পারবে না, নার্সদের মন মানসিকতা। তিনিই মূল্যায়ন করতে পারবেন, অন্যথায় কোন নন-নার্স নার্সদের মূল্যায়ন করতে পারবেন না। তাই নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক নাসিং সংশ্লীষ্ট ব্যক্তিদের নিয়োগ দেয়া হোক।”
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন শিক্ষার্থী সুরমা বেগম। এসময় নাসিং ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন।
এতে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাকটর মীনা বৈরাগী, রেজিনা হোসাইন, সিনিয়র স্টাফ বিলকিস বেগম, মনোয়ারা বেগম, আব্দুল আলীম, নাসিং শিক্ষার্থী জাবেদ মিয়া ও সুরমা বেগমসহ আরো অনেকে।
আন্দোলনকারী নার্সরা জানান, পূর্বে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।