সিলেটে মাজারপন্থীদের বাড়ীতে হামলা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার::
সিলেটের শাহপরানে বিশ্ব জাকের মঞ্জিল দলের ২৪ নং ওয়ার্ডের প্রকাশনা ও প্রচার সম্পাদক মো : সাজ্জাদ আহমদ এর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে জেলার টুলটিকর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সময় বাড়ীতে থাকা কিছু মহিলা এবং মো: শফিকুর রহমান নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মোঃ শফিকুর রহমানকে (বয়স আনুমানিক ৭৪ বছর) হসপিটালে ভর্তি করা হয়।
এর আগে গত শনিবার শাহপরান (রহ.)-এর মাজারে তিন দিনব্যাপী ওরস শুরু হয়। ওরস শুরুর আগের দিন শুক্রবার জুমার নামাজের পর গানবাজনার আড়ালে মাজারে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে মাজারগেটের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন একদল মুসল্লি। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ মাজারে গানবাজনা বন্ধের ঘোষণা দেন।
সিলেট মহানগরের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগ করলে কল রিসিভ করেন উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী। তিনি বলেন, বর্তমানে শাহপরান মাজার এলাকার পরিস্থিতি শান্ত আছে। আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
এর আগে সিলেটের হজরত শাহপরান (রহ.)-এর মাজারে তিন দিনব্যাপী ওরসের শেষ দিনে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ওরসপন্থী ব্যক্তি–ফকির-পাগলদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে ফজরের সময় পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।