পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত
মদিনার পথ ধরে || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
মদিনার পথ ধরে-১
কবে যে ভেঙেছে ঘুম অতঃপর আকাশ নীলে ওড়ে
অনবদ্য ডানার স্মারক হয়ে ঝুলে গেছে পাখিমন;
উড়ার কপাল তার শত্রু সাজে বৈশাখি আফাল
বিধ্বস্থ ডানায় তবু সবুজছায়া ঘিরে অনুক্ষণ।
এ মনতো বারবার ঘুরেফিরে মদিনার পথ ধরে
সহস্র বুনোজাল শেষে পাড়ি দেয় সীমান্ত ওপাড়;
লাজনত ভিখারির বেশে হাঁটুগেড়ে দরবারে তাঁর
বলে ক্ষমা করো উত্তরাধুনিকতার বিশ্রী আঁধার।
তুমিই তো পারো বলো এপাড়-ওপাড় ভেঙে দিয়ে
গোলামেরে দিতে ডাক- ভেঙে দিতে ভুল অভিমান;
মদিনার ডাক শুনে বেপথু পথিক খোঁজে পাক ঠাঁই
পরশে তোমার উঠুক হেসে নিঃস্ব এ যাযাবর প্রাণ।
মদিনার পথ ধরে-২
হয়তো ঘুমের শেষে দু’চোখে ভাসে স্বপ্নের সবুজ মিনার
নির্বোধ চোখে ফুটে স্বপ্ন শতদল; বিশ্বাসের সতেজ চারা;
হয়তো শরৎ কি বসন্তে আমার দেশে শিশির-ফুলের খেলা
আফসোস নেই দেখার- যদি তোমার নামে হই আত্মহারা।
ভয় নেই- অধমের কবুল করো যদি শ্বাশ্বত জীবন পথে
করুণার জলফোঁটায় শুভ্র করো অসমাপ্ত জীবনখাতা;
আবারও মায়ের আঁচল ধরে শুনবে সে ও’নামের গজল
পুঁথি হালতুন্নবী, কাসিদা-নাত আর অমলিন সিরাতগাঁথা।
অভিজাত নই, নেই স্তুতি বংশের আমি তো আযমী এক
কেবল উম্মত তোমার এ দাবি নিয়ে কাতারে দাঁড়াই;
সিরায়াল শেষ- বুঝি তবু ওয়েটিং লিস্টে থাকবে এ’ নাম
দাও ডাক- ও’ নাম জপে যেন ক্ষুদ্র এ জীবনে হারাই