পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত
নাতে মোস্তফা (সা.) || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ
১৫.
তোমার সৃজন
কুঞ্জে কূজন
কলকলিয়ে ঝরণা ধায়-
হাশর মিজান
সৃষ্টি তামাম
করেন সৃজন বিধাতায়।
ইয়া নবী ইয়া রাসূলা্ল্লাহ
তুমি নবী
আলোর রবি
তোমার সুরে দ্যোতনা পায়-
পাপীর জীবন
গুনার প্লাবন
আঁধার সকল কেটে যায়।
ইয়া হাবিব ইয়া নাবিয়াল্লাহ
তোমার জনম
কী শিহরণ
বিশ্বলোকে জোছ্না বিলায়-
পাপী তাপি
জগৎব্যাপী
মোহাব্বাতের খুরমা পিলায়।
ইয়া রাসূল ইয়া আরাবি
এই রিসালাত
সাক্ষী-শাহাদাত
জগৎজুড়ে নতুন ভোর
পেয়ারা নবী
আল আরাবি
আমার ঈমান আমার নূর।