ঈদ-এ মিলাদুন্নবি থেকে যাদের ঈদ শব্দটা বাদ দেয়ার আবদার || মুনিম সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ৮ সেপ্টেম্বর ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
কেউ কেউ ঈদ এ মিলাদুন নবী দিবস থেকে ঈদ শব্দটা বাদ দেয়ার আবদার জানিয়েছেন। যারা ঈদ শব্দের অর্থ জানেন না, তারাই এমন দাবি করতে পারেন।
আরব দেশে গেলে যখন তারা দেখবে পরিবারের বড় ভাইকে সবাই বাবা বলে ডাকছে তখন এরা পাগল হয়ে যাবে। ভাববে এ কেমন আজব মানুষ ভাইকে বাবা বলে ডাকছে!
আবার যখন দেখবে দাদা দাদি তাদের ছেলে মেয়ের ঘরে নাতি নাতনিদের বলছে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে তখন তারা উন্মাদ হয়ে যাবেন। ভাববেন আরে এরা নাতি নাতনিদেরকে নিজের ছেলে, মেয়ে বলে পরিচয় দিচ্ছে।
মাদ্রাসা আর বিদ্যালয়ের পড়ে আরবি শব্দের যথাযথ প্রয়োগ অনুধাবন করা যায়না, যদি না আরবদের গ্রামের মানুষদের সাথে দীর্ঘদিন বসবাস না করে থাকেন।
আরবরা ১লা মের শ্রমিক দিবসকে ঈদে শোগল বলে। তাদের দেশের জাতীয় দিবসকে ঈদে ওয়াতানিয়া বলে। স্বাধীনতা দিবসকে ঈদে ইস্তেকলাল বলে। খৃষ্টানদের বড় দিনকে ঈদে নসরানীয়া বলে।
আমার যেদিন জন্মদিন সেদিনকে তারা ঈদে মিলাদ দিয়াল মুনিম বলতো।
আমরা প্রতি বছর যে দুই ঈদ পালন করি সে দুই ঈদকে তারা ঈদে দ্বীন বলে মানে বাকি ঈদগুলো দ্বীনের ঈদ নয়।
তো? যারা বলছেন ঈদ তো আল্লাহ আমাদের জন্য দুটো নির্ধারিত করে দিয়েছেন, ৩য় কোন ঈদ হতে পারেনা। এই যে আরবরা কত ধরনের ঈদ উদযাপন করছে তাদের জন্য আপনাদের কি বাণী আছে?
সবকিছুতে বাগড়ামি ভালো নয়, যা সম্পর্কে গভীর জ্ঞান নেই সে সম্পর্কে প্রকাশ্যে কথা বলে মানুষ হাসানোর কোন দরকার আছে?