সিপির খামারের দুর্গন্ধে অতিষ্ট হয়ে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জে বহুজাতিক পোল্ট্রি ও হ্যাচারি সিপি বাংলাদেশের অব্যাহত পরিবেশ দূষণে অতিষ্ট স্থানীয় ১১টি গ্রামের বাসিন্দা প্রতিবাদী মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় সিপি পোল্ট্রি হ্যাচারির বিষাক্ত বর্জ্যে দুর্গন্ধে দূষিত হয়ে পড়েছে ১১টি গ্রামের পরিবেশ। বর্জ্যরে দূষণে রোগাক্রান্ত হচ্ছে শিশু ও গর্ভবর্তীরা। জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির তৈরি হওয়ায় স্থানীয় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতেও বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতে ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সিপি হ্যাচারির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‘সিপি হঠাও পরিবেশ বাঁচাও’, ‘দুষণমুক্ত পরিবেশ চাই আমরা সবাই বাঁচতে চাই’, ‘দুষণমুক্ত পরিবেশ চাই, সুস্থ্য নিঃশ্বাসে বাঁচতে চাই’ লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ১১টি গ্রামের দুই সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।এতে সংহতি জানিয়ে বৈষম্যহিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা বলেন, ‘সিপি হ্যাচারি গত দেড় মাস ধরে ব্রয়লার মোরগ উৎপাদন শুরু করলেও হ্যাচারির বিষাক্ত বর্জ্যরে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই দুর্গন্ধে চৈত্রঘাট, ছয়কুট, জগন্নাথপুর, জগনশালা, শ্যামেরকুনা, বড়চেগ, লক্ষীপুর, কাঁঠালতলী ও নওয়াগাঁওসহ ১১টি গ্রামের লোকজন রোগাক্রান্ত হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, তীব্র দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত ও মসজিদে মুসল্লিদের নামাজেও ব্যাঘাত ঘটছে।
বক্তারা আরো বলেন, খামারের বিরুদ্ধে নয়, পরিবেশ ও গ্রামাবাসীদের সুস্থ্যভাবে বাঁচিয়ে রাখার দাবিতে এই কর্মসূচি। খামার মালিক এই দাবি মেনে চলতে পারলে তাতে এলাকাবাসীর কোন আপত্তি নেই। অন্যথায় আগামীতে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারন করেন।
এলাকাবাসী সেলিম আহমদ বলেন, সিপির কারনে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। এর থেকে আমরা প্রতিকার চাই। আমরা এখন শান্তিপূর্ণভাবে আছি। দাবি না মানলে আমরা কারখানা ঘেরাও করবো।