সুমি মহসিনা মেমোরিয়াল ফান্ড এর উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরন
প্রকাশিত হয়েছে : ১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সুমি মহসিনা মেমোরিয়াল ফান্ড এর উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দেওয়ানবাড়ি মসজিদ প্রাঙ্গনে প্রায় চারশত বন্যার্তদের মাঝে নগদ চার লক্ষ টাকা বিতরণ করেন আলহাজ্ব মো: চন্দন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- আলহাজ ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, ইঞ্জিনিয়ার জামাল হোসেন, হাফিজ শরীফ উদ্দিন, রাজনগর আছিয়া একাডেমির সহকারী শিক্ষক নিলুর রহমান, হাফিজ এনামুল হক প্রমুখ।
এসময় আলহাজ্ব মো: চন্দন মিয়া বলেন, আমার মেয়ের নামে এই ফাউন্ডেশন। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে মানুষদের পাশে দাঁড়াই। আজ বন্যা কবলিত মানুষদের মাঝে এসেছি। এখানে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরাও আছেন। তারা বঞ্চিত তাই আমি তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছি। সবাই আমার পরিবার ও মেয়ের জন্য দোয়া করবেন।