‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিএনজি পাম্প ও চালকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে’
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিএসজি পাম্প ও চালকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছে সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, কিছুদিন পূর্বে কতিপয় সিএসজি চালক মেসার্স সখিনা সিএনজি স্টেশনে গ্যাস কম দেওয়া হয় বলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। আমরা সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখা ২৩৫৯ প্রত্যেক ইউনিট কমিটির সভাপতি-সম্পাদক এই বিষয়ে অবগত নই। অদ্যাবদি কোনো চালক আমাদের নিকট এসে এ বিষয়ে লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগও দায়ের করেননি।আমরা মেসার্স সখিনা সিএনজি পাম্প থেকে গ্যাস কম দেওয়ার অভিযোগের বিষয়টির কোন সত্যতা আমররা খুঁজে পাইনি। এখন পর্যন্ত মেসার্স সখিনা সিএনজি স্টেশনে গ্যাস কম দেওয়ার বিষয়টি আমাদের ২৩৫৯ এর নেতাকর্মীদের গোপন তদন্তে কোন ধরনের সত্যতা পাওয়া যায়নি। আমরা এবং আমাদের সিএনজি পরিবহন শ্রমিকরা এখন পর্যন্ত উক্ত সিএনজি স্টেশন থেকে সঠিক ভাবে সহযোগীতা পাচ্ছি। এখানে আরও উল্লেখ করলে ভাই যে, খেসার্স সখিনা সিএনজি পাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারীগণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণরূপে বানোয়াট ও উদ্দ্যেশ্যপ্রণোদিত। কতিপর অভিযোগকারী সিএনজি পরিবহন শ্রমিক ও সিএনজি পাম্প মালিকের মধ্যে দ্বন্দ সৃষ্টি সহ সিএনজি পাম্প মালিকের সম্মানহানী ও আর্থিক ক্ষতি সাধনের জন্য এই ধরণের বানোয়াট অভিযোগ দাখিল করছেন।
শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল হক সুমন বলেন, আমাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। পাম্পের বিরুদ্ধে অভিযোগ না করায় ভানুগাছ রোড সিএনজি গ্রুপ কমিটির বর্তমান সভাপতি মোঃ সুলতান মিয়াকে প্রকাশ্যে হুমকি-দামকি প্রদান করছেন পরিবহন শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ কামাল মিয়া। অসাধু ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিএসজি পাম্প ও চালকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। আমরা সকল শ্রমিক এটা থেকে বিরত থাকবো। পাম্প মালিকদের হয়রানি করার জন্য এখন এই কাজ করা হচ্ছে।