বন্যার্তদের পাশে তালামীযে ইসলামিয়া
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। (২৫ আগস্ট) রবিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, কবির আহমদ, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাসরুর হাসান জাফরী, সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক জামাল আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সাধারণ সম্পাদক নাসির খান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।
আরও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আবুল, আল আমিন, অফিস সম্পাদক ইসমাইল হাসান শাকিল, মৌলভীবাজার জেলা সদস্য পারভেজ আহমদ, মুজিবুর রহমান, কুলাউড়া উপজেলা সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন ও শ্রীপুর জালালিয়া ফাযিল মাদরাসার সাধারণ সম্পাদক ইমন আহমদ প্রমুখ।