শেখ হাসিনার বিচারের দাবিতে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ১:০৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ছাত্র – জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যার প্রধান হুকুমদাতা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা।
বৃহস্পতিবার ১৫ আগস্ট শহরে কোর্ট রোডে এই মিছিল হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাযহারুল ইসলাম মহসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি জালাল আহমদ, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক সাব্বির আহমদ, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইসলাম, সিনিয়র ছাত্রনেতা সাইফুর রহমান সহ সাধারণ সম্পাদক শেখ মুহিত, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল হাকিম, সিনিয়র ছাত্রনেতা মুস্তাকিন আহমদ, সাইদুল ইসলাম মান্না,জুবায়ের আহমদ রাফি,ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, রাজু আহমদ, ফুয়াদ হাসান দুরুদ, ইমরান আহমদ, আব্দুল ফাইয়ুম ফারহান, শাহীন আহমদ, সদর উপজেলা ছাত্রদল এর রেদোয়ান আহমদ, নাহিদুর রহমান, মুহিবুর রহমান সোহাগ,শুভ আহমদ, শাহ মোস্তফা কলেজ শাখার সদস্য সচিব মেহেদী হাসান অপি,তানভীর আহমদ, হুসাইন আহমদ,রাহিম আহমদ, মাহিদ মিয়া,তানভীর আহমদ, তৌকির হোসেন ইমন,শাহরিয়ার আহমদ, মোহাম্মদ রাফি,মোহাম্মদ কামরান,রনি হুসাইন,তুহিন আহমদ প্রমুখ।