প্রবাসীদের বাড়িতে অগ্নি সংযোগ, হামলা ও মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
বিদেশে বসে ফেসবুকে লেখালেখির জেরে আওয়ামীলীগ নেতাকর্মীরা প্রবাসীদের বাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুর করেছে। অতর্কিত হামলায় অনেকের পরিবারের সদস্যরা গুরুত্বর আহত হয়েছেন। কারো পরিবারের মালামালও লুট করা হয়েছে।
শেখ হাসিনা ৫ আগষ্ট দেশত্যাগের পর থেকে বিগত ৯ আগষ্ট পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এই সকল ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানায়দের কাছ থেকে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা ও প্রবাসে সরকার বিরোধী আন্দোলনকারী মো: জহিরুল ইসলাম এর বাড়িতে ৬ আগষ্ট রাতে হামলা ও অগ্নি সংযোগ করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শিবির নেতা মো: জাহিরুল ইসলাম দেশে থাকাকালিন সময়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এক পর্যায়ে তিনি আওয়ামীলীগ নেতাদের হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে দেশত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান। ৭ আগষ্ট লন্ডন প্রবাসী সাংবাদিক ও জামায়াত নেতা আব্দুল কাদির এর বাড়িতে অগ্নি সংযোগ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। ঘর পুড়িয়ে ছাই করে দেয়। ঘরে থাকা অনেক মালামালের ক্ষতি হয়। স্থানীয়রা এসে নিয়ন্ত্রণে আনে। এদিকে ৮ আগষ্ট রাজনগর উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সামাদের বাড়িতেও যুবলীগ ও ছাত্রলীগের নেতারা হামলা করে। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় মহিলাদের বের করে আগুণ ধরিয়ে দেয়। পুরো বাড়ি পুড়ে ছাই হয়। ৯ আগষ্ট অপর যুক্তরাজ্য প্রবাসী মো: আমিনুল ইসলাম সফর এর বাড়িতেও হামলা করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। গ্রীল ভেঁঙ্গে নেতাকর্মীরা ঘরে ডুকে মালামাল লুট করে নিয়ে যায়। ঘরে থাকা তার মা ও বাবাকে বেদড়ক মারপিঠ করে। এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়। এদিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ফ্রান্স প্রবাসী এবাদুর রহমান এর বাড়িতেও আগুণ ধরিয়ে দেয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।
এছাড়াও জেলাার বিভিন্ন উপজেলায় প্রবাসী, বিএনপি, জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও সাংবাদিকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
প্রবাসীরা আওয়ামীলীগ সরকারের অনিয়ম, দুর্নীতি, সাধারণ মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে নিয়মিত সভা সমাবেশ ও লেখালেখি করছেন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এগুলো দেখে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর ক্ষেপে যান। তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। সর্বশেষ ৫ আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগের পর তারা ফেসবুকে বিভিন্ন ধরনের পোষ্ট দেন। যার প্রেক্ষিতেই প্রবাসীদের বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর ও হামলা করা হয়।
এ বিষয়ে মো: জহিরুল ইসলাম এর পিতা মো: আব্দুল আজম বলেন, আমার ছেলে বিদেশে বসে লেখালেখির কারণে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ভাঙচুর করে। এ অগ্নিকান্ডে আমাদের ঘরের সব কিছু ভেঁঙ্গে গেছে। থানায় পুলিশ নেই কার কাছে বিচার দেব।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান মনির বলেন, আওয়ামীলীগ নেতাদের অন্যায়ের বিরুদ্ধে লেখার কারণেই অগ্নি সংযোগ করেছে। এটা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়।
পুলিশ সুপার মো: মনজুর রহমান বলেন, ৫ তারিখের পর ৪/৫ দিন আমাদের পুলিশও থানায় ছিলেন না। এই সুযোগে আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রবাসীদের বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর ও হামলা করে। অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেয়া হবে না।