মৌলভীবাজারের ৭ থানার কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার সাতটি থানার কার্যক্রম শুরু হয়েছে। কাজে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।
শনিবার (১০ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, থানাগুলো এখন স্বাভাবিক হয়েছে। আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমি আমার জায়গা থেকে তদারকি করছি। যতটুকু পারা যায় থানাগুলো গুছানো হচ্ছে। মৌলভীবাজার জেলার পরিস্থিতি এখন শান্তি ও স্বাভাবিক আছে।