ড. ইউনূসসহ অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালেন যুক্তরাজ্যের প্রবাসী আলেম ও ব্যবসায়ীরা
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসী আলেম ও ব্যবসায়ীরা।
তারা আজ (৯ আগস্ট) শুক্রবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার অভূতপূর্ব এক গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে ও দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বতী সরকার গঠন হয়েছে। আমরা এই নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনুস ও তার পরিষদকে অভিনন্দন জানাই।
বিবৃতিতে তারা বলেন, ‘দীর্ঘ অপশাসনের আমলে সীমাহীন দুর্নীতি ও দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানানো হয়েছে অন্যদিকে একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র ও বাকস্বাধীনতা হীনতায় মানুষ ছিল কোণঠাসা। এই অবস্থায় নতুন অন্তবর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও স্বস্থি ফিরিয়ে আনা প্রধান কাজ। আমরা আশা করি দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে সরকার।’
তারা আরো বলেন- ‘বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এদেশের মানুষের চাওয়া পাওয়া কি তা বুঝতে হবে। ইসলামি কৃষ্টি ও সংস্কৃতির প্রতি গুরুত্ব দিতে হবে। এছাড়া ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতেও সরকার কাজ করবে বলেও আমাদের দৃঢ় বিশ্বাস।’
বিবৃতিতে স্বাক্ষর করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, যুক্তরাজ্যের বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ মাওলানা হাফিজ সাব্বির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মো. জসিম উদ্দিন, ইসলামিক বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা আবুল হাসান, স্কটল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব আনিছ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক মুক্তা।