জুড়ীতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের ধাওয়া, আহত-৩
প্রকাশিত হয়েছে : ৩ আগস্ট ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের ধাওয়ায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (০৩ আগস্ট) বিকেল ৪টায় জুড়ী শহরের কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে।
এর আগে ছাত্র জনতার উপর হামলা, মামলা, গণগ্রেফতার, গুম, খুন ও হয়রানির প্রতিবাদ এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে পুলিশি প্রহরায় জুড়ী কলেজ রোড থেকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুড়ী কলেজ রোডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ শেষ হবার দিকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নিউমার্কেট এলাকায় আসে। এসময় পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের থামানোর চেষ্টা করে। ছাত্রলীগ কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিসোটা দিয়ে আক্রমণ করে। তাদের লাঠিপেটায় এসময় ৩ শিক্ষার্থী আহত হন।
আহতরা হলেন- আফজাল হোসাইন হাসান, তানভির ও তামিম। তাদের জুড়ী উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত সাধারণ শিক্ষার্থী আফজাল হোসাইন বলেন, আমরা মিছিল শেষে মহিলা সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে ফিরে যেতে সহযোগীতা করছিলাম। হঠাৎ করে ছাত্রলীগ দলগত ভাবে হকিস্টিক, রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে। মেয়েদের আক্রমণ থেকে বাঁচাতে গেলে তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল, ঘুষি মারে। এসময় আমি মারাত্বক আহত হই। পরে আমি জুড়ী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই।
জুড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করেছে। ছাত্রলীগ ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে। আমরা পরিস্থিতি শান্ত করেছি।