মৌলভীবাজার পৌরসভার ১৫১ কোটি বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১ আগস্ট ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১ কোটি ৭০ হাজার ৭৪০.৭৩ টাকা উদ্বৃত্ত রেখে ১৫০ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৯২৪.৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বছর মৌলভীবাজার পৌরসভা জন্মনিবন্ধনে দেশ সেরা পুরস্কার ও পরিবেশ রক্ষায় জাতীয় পুরস্কার পেয়েছে। গতকাল দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
মেয়র জানান, ১১ কোটি ১১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এ পর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৯ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকা। পাশাপাশি উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে। শহরের ভেতর বেরী লেক উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে। বাজেট বক্তব্যে তিনি জানান, কোদালীছড়া, শান্তিবাগ ও মনু নদীর পারে জনসাধারণের জন্য গড়ে তোলা বিনোদন ও ওয়াকওয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পৌর নাগরিকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন সম্মানিত পৌর নাগরিকদের। আগামীতে পৌর শহরের জলাবদ্ধতা মুক্ত রাখতে ড্রেনে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী না ফেলা, পৌরসভা প্রদত্ত ডাস্টবিন ব্যবহার ও যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে দৃষ্টিনন্দন সুন্দর ফুলেল শহর গড়তে পৌর নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের সঞ্চালনায় বাজেট ঘোষণার আগেই স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বক্শী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, নুরুল ইসলাম শেফুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, হাসানাত কামাল, ইমাদ উদ দীন, এমএ হামিদ, হোসাইন আহমদ, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীসহ অন্যান্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।