কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আটক ২
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শহরের কোর্ট এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থিত দুই ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।এঘটনায় দুই আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডের সাকুরা মার্কেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সারা দেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। এঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে কোর্ট রোড এলাকা সাকুরা মার্কেটে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানে পুলিশ এসে বাধা দেয়।পরে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাঁধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়।এতে পিছু হটে আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগ।
আহত দুই ছাত্রলীগ কর্মী হলো সনজিব দবনাথ জিৎ (২০) ও আব্দুল ওয়াহিদ (১৮)। আহত সনজিব দবনাথ জিৎতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যুবলীগ নেতা হোসেন মো. সৈকত বলেন, সাধারণ শিক্ষার্থীদের পুজি করে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবির নৈরাজ্য করতে চেয়েছিল। আমাদের নেতা এমপি জিল্লুর রহমানের নির্দেশে আজ নৈরাজ্যকারীদের আমরা হটিয়ে দিয়েছি।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সারা দেশে কোটা আন্দোলকারীদের ওপর হামলার বিচার চেয়ে আমরা মিছিল করছিলাম। প্রথমে আমরা এসপি বাসভবনে আসলে পুলিশ বাধা দেয়। পরে আবার সাকুরা মার্কেটের সামনে আসলে পুলিশ আবার বাধা দেয়। এই সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর লাটিসুঠা নিয়ে হামলা করে। শুনেছি তারা মৌলভীবাজারের এমপির লোক।
মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এখান থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে পরিস্থতি শান্ত হয়েছে।