কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নির্দেশে কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপুর নেতৃত্বে মৌলভীবাজার সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, মুহিবুর রহমান সাজিব, সহ-সাংগঠনিক জুনেদ আলম, জাফরান খান, পৌর ছাত্রদলের আহব্বায়ক সৈয়দ তপু আলী, তায়েফ আহমদ, হুমায়ুন আহমেদ, জিবান আহমেদ প্রমুখ।
এছাড়াও বৈষম্যমূলক কোটাব্যবস্থার সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ এর নেতৃত্বে মৌলভীবাজার টু কুলাউড়া সড়কে মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।