মৌলভীবাজারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শহরের চৌমুহনা এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৭ জুলাই) সন্ধার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সারা দেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। এঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিকেলে চৌমুহনা এলাকায় অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বাঁধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সারা দেশে কোটা আন্দোলকারীদের ওপর হামলার বিচার চেয়ে আমরা মিছিল করছিলাম। প্রথমে আমরা দেওয়ানী মসজিদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।
মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বিষযটি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে বিশৃঙ্খলার মতো তুচ্ছ ঘটনা ঘটেছে। তাদের আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি।