আজ বার্মিংহামের সিরাজাম মুনিরায় কসিদায় বুরদা পাঠ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আজ রোববার ১৪ জুলাই সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে কসিদায়ে বুরদার পরিবেশন করা হবে। মরহুম হাজী এমাদ উদ্দিন ও মাওলানা নাসির উদ্দিনের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ইসলামিক সোসাইটির পরিবেশনায় বুরদা পরিবেশিত হবে।
কাসিদাত আল-বুরদা বা সংক্ষেপে আল-বুরদা হল ত্রয়োদশ শতাব্দীর ইসলামিক নবী মুহাম্মদের প্রশংসার একটি গীতিনাট যা মিশরের প্রখ্যাতসুফি মরমী ইমাম আল-বুসিরি দ্বারা রচিত। এটিতে হযরত মুহাম্মদ (সা:) এর প্রশংসা করা হয়েছে।