মনু ও বারাক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বারাক ও মনু নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা নিখোঁজ ছিল। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার বারাক নদী থেকে শিশু আজিজুল ইসলামের (৬) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
এর আগে মনু নদী থেকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মো. রিমন শেখের (১২) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বরাক নদীতে সাঁকু পাড় হতে গিয়ে পড়ে যায় আজিজুল। তখন স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি দলকে খবর দিলে তারা উদ্ধারকাজ চালালে দুপুরের দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আজিজুলের ফুফাতো ভাই জাবেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া সকালে স্থানীয় এলাকাবাসী কনকপুর ইউনিয়নের মনু নদীর পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। মৃত রিমন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে আসছেন। গত ২২ জুন দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নামে রিমন নিখোঁজ হন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, দুই মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।