কুলাউড়ায় দিঘিতে মিলল দুই শিশুর লাশ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি দিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা সম্পর্কে চাচাতো বোন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকায় ওই দিঘির পানিতে দুজনের লাশ ভাসতে দেখা যায়।
মৃত দুই শিশু হলো দেওগাঁও এলাকার বাসিন্দা আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও আত্তরের ভাই মুরাদ মিয়ার মেয়ে তাছলিমা (৬)।
স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই শিশু গতকাল বিকেলে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যায়। সন্ধ্যা নামার পরও বাড়ি না ফেরায় স্বজনদের সন্দেহ হয়। খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান যায়নি। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি দিঘিতে তাদের লাশ ভাসতে দেখেন।
দিঘির পানিতে পা ধুতে গিয়ে পিছলে পড়ে ওই দুই শিশু পানিতে ডুবে যেতে পারে বলে ধারণা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদের। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।