মণিপুরিবিষয়ক গবেষক ড. রণজিত সিংহ আর নেই
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত মৌলভীবাজারের মণিপুরিবিষয়ক গবেষক ড. রণজিত সিংহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
শনিবার (১৫ জুন) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার শহরের নিজ বাসভবনে মারা যান তিনি।
ড. রণজিত সিংহ তাজপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
ড. রণজিত সিংহ ‘স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মণিপুরি সমাজ’সহ বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনেক বই লিখেছেন। সাহিত্য চর্চা ও গবেষণার জন্য বাংলাদেশ ও ভারতে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা।
বিকেলে আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজ বাসভবনে প্রয়াত ড. রণজিত সিংহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।