মৌলভীবাজারের গোরারাইয়ে প্রকাশ্যে গুলি করা সেই রিপন কারাগারে
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলাধীন গোরারাই বাজারে পবিত্র রমজান মাসে প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে গ্রামবাসীকে গুলি করা রিপনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (১০ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল প্রথম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জগলুল হক রিপন মিয়াসহ তিন আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, গত ৬ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার গুরারাই বাজারে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে গুলি চালিয়ে ৩জন অসহায় গ্রামবাসীকে আহত করার ঘটনা ঘটে। এঘটনায় সারাদেশে আলোড়ন সৃষ্টি হলে পুলিশ ওই দিন রিপন মিয়া অবৈধ অস্ত্র জব্দ করে। এই ঘটনায় খলিলপুর ইউনিয়নের গোরারাই গ্রামের ফরহাদ চৌধুরী (২৭) বাদী হয়ে হলিমপুর গ্রামের রিপন মিয়া কে প্রধান আসামী করে ২৩জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং ১১-৮/৪/২৪ইং। পরবর্তীতে ১৬জন আসামী মৌলভীবাজার আদালত থেকে জামিন নেন এবং ৭জন আসামী উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের আগাম জামিন আনেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হলে আসামীরা মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হলেন রিপন মিয়া (৪৩), গিয়াস মিয়া (৪১), আব্দুস সালাম (৪২)।
আইনজীবি মো. ফখরুল ইসলাম বলেন, আসামীরা উ্চ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে আজ শুনিতে আদলত কারাগারে প্রেরণ করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, ঘটনার পর পুলিশ অবৈধ অস্ত্র জব্দ করে। পরবর্তীতে মামলা দায়ের হলে আইনগত পদক্ষেপ নেয়া হয়।