কমরেড সৈয়দ আবু জাফর এর মৃত্যুবার্ষিকীতে স্বরণ করলেন সহযোদ্ধারা
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রাক্তণ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কমরেড প্রয়াত সৈয়দ আবু জাফর আহমদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন শনিবার বিকালে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে স্বরণসভার আয়োজন করে সিপিবি জেলা কমিটির আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী মো মাসুক মিয়ার সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, সিলেট জেলা কমিটির প্রাক্তণ সভাপতি আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী মো. মজিবুর রহমান মুজিব , কমরেড জাফরের জীবনসঙ্গী কাউসার পারভীন,সিনিয়র আইনজীবী রমাকান্ত দাশগুপ্ত, সিনিয়র আইনজীবী বিশ্বজিৎ ঘোষ, বাসদ জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান মগনু, আইনজীবী মিজানুর রহমান মিজান, সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি পীযুষ চক্রবর্তী, সিলেট কমিটির সভাপতি ফরহাদ হোসেন, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিতেন্দ্র সিংহ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি প্রভাষক জলি পাল, রাজনগর উপজেলা কমিটির নিতাই মিত্র, উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাশ, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ প্রমুখ।
এরআগে বিকালে কমরেড সৈয়দ আবু জাফর আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ ও সিপিবি নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন পেশার মানুষেরা।