শ্রীমঙ্গলের চেয়ারম্যান ফের ভানু লাল
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় পূনরায় বিজয়ী হয়েছেন।
তিনি মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। তিনি ৫ হাজার ৭৯৩ ভোটে পরাজিত হয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজুদেব রিটন ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী লিটন আহমেদ সাজু ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব তাদের বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।