এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সোনার বাংলা আদর্শ ক্লাবের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সোনার বাংলা আদর্শ ক্লাব।
সোমবার (২৭ মে ) সকাল ১১ টায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাব্বির হোসেন এর সঞ্চালনায় ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, এডভোকেট সাইফুর রহমান, উৎফল ভৌমিক।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি হাফেজ জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, কাওছার আহমেদ, হুমাউন কবির, রাজন মিয়া, সায়িউল ইসলাম সায়েম, হাসান মিয়া, ইয়ারুপ মিয়া, হুদয় আহমেদসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদস্যবৃন্দ অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শেষে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।