রাজনগর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন আবদুল কাদির ফৌজি
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির ফৌজি।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ৬শ’ ৯০ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিম দে মধু (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৪ ভোট।
উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১লক্ষ ৮৭হাজার ৫৫২,এর মধ্যে পুরষ ভোটার ৯৬হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।