জুড়ীতে চেয়ারম্যান পদে মনি বিজয়ী
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০২৪, ১২:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী কিশোর রায় চৌধুরী মণি বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ (জুয়েল রানা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে কাপ-পিরিচ মার্কার প্রার্থী কিশোর রায় চৌধুরী মণি ১৯৯১৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এম.এ মোঈদ ফারুক ১৫১৮৮টি ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ (জুয়েল রানা) ২১৩২৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুস শহীদ পেয়েছেন ১৩২৭৯টি ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯৫৬০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রঞ্জিতা শর্মা ১৯৭৭৯টি ভোট পেয়েছেন।