টানা তিনবারের মতো মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রোকসানা আক্তার
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ টানা তৃতীয় বারের মতো মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ( মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন ‘ দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, মৌলভীবাজার ‘ এর জীববিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক রোকসানা আক্তার।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি – ২০২৪ এর আহবায়ক মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও নাসরিন চৌধুরী এবং সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ এর স্বাক্ষরিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (২ মে) ২০২৪। রোকসানা আক্তার ২০০৭ সালের জানুয়ারি মাস থেকে মৌলভীবাজার শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘ এ জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন।
তিনি শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের মনোনীত আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট এম্বাসেডর শিক্ষক।জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে জেলা মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেছেন তিনি। রোকসানা আক্তার এর জন্মস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষারে। তাঁর বাবার নাম মরহুম আব্দুল মান্নান এবং মায়ের নাম হোসনে আরা বেগম। কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আব্দুল মান্নান এর বড় মেয়ে তিনি। তাঁর স্বামী মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ শরীফুর রহমান মহোদয়। বিসিএস ১৭তম ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা তিনি।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ জনাব রোকসানা আক্তার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক( মাধ্যমিক) এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ( মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন।তিনি এটুআই এর বিশেষ মূল্যায়নে ডিজিটাল এডুকেশন এ বিশেষ অবদানের জন্য ‘ নির্ভয়া ২০২৩ ‘ এওয়ার্ড এবং খেতাব অর্জন করেছেন। শিক্ষক বাতায়নের একজন সেরা কনটেন্ট নির্মাতা তিনি। নিয়মিত কাজ করছেন বিশ্বের সর্ববৃহৎ শিক্ষকদের অনলাইন পোর্টাল ‘ শিক্ষক বাতায়ন’ এ।শিক্ষক বাতায়নে আছে তার প্রায় ৭০০ টি কনটেন্ট, প্রায় ৩০০ টি ব্লগ এবং ২ শতাধিক পাঠ সংশ্লিষ্ট ছবি। নতুন কারিকুলাম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন শুরু থেকেই।তিনি সরকারি ব্যবস্থাপনায় বিজ্ঞান শিক্ষক হিসেবে নিউজিল্যান্ড এ এবং আইসিটি বিষয়ে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
রোকসানা আক্তার বলেন,
“প্রতিষ্ঠান থেকে আমাকে মনোনীত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহোদয়, আমাদের প্রধান শিক্ষক স্যার এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দকে।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও জনাব নাসরিন চৌধুরী মহোদয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সামাদ মিয়া মহোদয় এর প্রতি।সকল সহকর্মী ও শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অভিভাবকগণ সবসময়ই অনুপ্রাণিত ও সহযোগিতা করে আসছেন। এজন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি ।আমি যেন আমার কাজে আরও বেশি যত্নশীল হতে পারি এবং শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারি – এই দোয়া / আশীর্বাদ কামনা করছি সকলের কাছে”।