অপব্যবহারের দায়ে মৌলভীবাজারে অস্ত্র জব্দ
প্রকাশিত হয়েছে : ১ মে ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের গোরারাই বাজারে দুপক্ষের সংঘর্ষের অস্ত্রের মহড়া দেয়া রিপন মিয়ার অস্ত্র জব্দ করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের রিপন মিয়ার বাড়ি থেকে অপব্যবহারের দায়ে বৈধ লাইসেন্স করা একটি পিস্তল জব্দ করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মৌলভীবাজারের গোরারাই বাজারে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। ওই সময় হলিমপুর গ্রামের রিপন মিয়ার বাড়ি থেকে একটি শটগান উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন ফরহাদ মিয়া চৌধুরী। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অপব্যবহারের দায়ে রিপন মিয়ার অস্ত্র জব্দ করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নজরুল ইসলাম বলেন, প্রশাসনের নির্দেশে এই বৈধ অস্ত্র জব্দ করেছে পুলিশ। অভিযুক্ত রিপন মিয়ার নামে একটি পিস্তল ও শর্টগান ছিল। শর্টগান ঘটনার দিন উদ্ধার করা হয়। আজ পিস্তল জব্দ করে থানার কোষাগারে জমা হয়েছে।