মৌলভীবাজারের বড়কাপন মসজিদ সড়কের নির্মাণ কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের দক্ষিন বড়কাপন জামে মসজিদের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মাসুদ আহমদ, নিবার্হী প্রকৌশলী নকিবুর রহমান প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় মৌলভীবাজার পৌরসভা দক্ষিণ বড়কাপন জামে মসজিদের ৬শত ৪০ মিটার সড়কের উন্নয়ন কাজ করা হবে। এতে ব্যয় হবে ১ কোটি ৬২ লক্ষ টাকা। একই সড়কে ১ হাজার ২৮০ মিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ করা হবে। এতে আরো প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয় হবে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, এই সড়কটি পৌরসভার দুইটি ওয়ার্ড ও একটি ইউনিয়নের মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সড়ক। মৌলভীবাজার পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক ও ড্রেন নির্মাণ করা হবে। এতে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।