ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তি, থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে নিয়ে ফেইসবুকে একাধিক মানহানিকর পোষ্ট ও লেখালেখি করায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাহি আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চৌধুরী। ১২ মার্চ মৌলভীবাজার মডেল থানায় তিনি এ মামলা দায়ের করেন। মামলার পর সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাহি আহমদ’কে গ্রেফতার করতে একাধিকবার তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। দীর্ঘদিন যাবত তার পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে আছেন আওয়ামীলীগের কর্মীদের হামলা ও হুমকির কারণে। একাধিকবার তার পরিবারের উপর আওয়ামীলীগের কর্মীরা হামলা করেছে। তার কর্মকান্ডের জন্য তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানকে মেরে ফেলার হুমকিও দিয়েছে আওয়ামীলীগের কর্মীরা বলে জানা যায় প্রতিবেশীদের কাছ থেকে। এদিকে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৫ এপ্রিল মোহাম্মদ রাহি আহমদ এর উপর গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাবেক ছাত্রদল নেতা তার নামিয় ফেইসবুক আইডি থেকে (Facebook ID: Muhammad Rahee Ahmed) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে নিয়ে বিক্রান্তি কর একাধিক পোষ্ট করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট চুর, খুনি হাসিনা ও গণতন্ত্র হত্যাকারী আখ্যায়িত করে অসংখ্য পোষ্ট করেন। স্বৈরাচার হাসিনার দাপটে শান্তিতে নেই বিএনপি সহ সাধারণ জনগণ। সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললে পুলিশ দিয়ে গুম খুন সহ নির্যাতন করা হয়। বাংলাদেশে মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। দেশের তরুণ প্রজন্মকে সরকার গুম করছে। এরকম বিভিন্ন ধরনের লেখালেখি তিনি নিয়মিত পোষ্ট দিতেন। সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে তিনি কটুক্তি ও সমালোচনা করতেন। তার এই পোষ্ট গুলো ফেইসবুকে ভাইরাল হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম বলেন, মামলার একমাত্র আসামী সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রাহি আহমদ’কে গ্রেফতার করার জন্য আমাদের টিম কাজ করছে। কিন্তু উনাকে পাওয়া যাচ্ছে না। এ মামলায় কোনো অবস্থাতে উনাকে ছাড় দেয়া হবে না। সন্ধ্যান পাওয়া মাত্রই উনাকে গ্রেফতার করা হবে।