বিপ্লবী লীলা নাগ স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার অফিসবাজারস্থ শ্রীমঙ্গল গ্রামে বিপ্লবী লীলা নাগ স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে স্বাধীনতা দিবসকে সামনে রেখে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ মার্চ) বিকাল ৩ ঘটিকার সময় বিপ্লবী লীলা নাগ স্মৃতি পাঠাগারের সমন্বয়ক অমৃতা সরকারের সঞ্চালনায় এবং রাজিব সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু। আরও উপস্থিত ছিলেন অবিভাবক সুরঞ্জিত ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, পাঠাগার পরিচালনা পর্ষদের উপদেষ্টা রাজেশ সূত্রধর প্রমূখ।