ডাউকি সীমান্ত থেকে হত্যা মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৯:২১ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ
সিলেটের বিয়ানীবাজারের ছাত্রলীগ কর্মী তারেক আহমদ হত্যা মামলার ৩ নং আসামী শামীম আহমদকে আটক করেছে পুলিশ। গতকাল (১৬ মার্চ) রাতে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আটক শামীম আহমদ বিয়ানীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিদনপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। তিনি গত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশ জানায়,শামীম আহমদ ছাত্রলীগ কর্মী তারেক হত্যা মামলার অন্যতম আসামী। সে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী। দীর্ঘদিন থেকে পলাতক। পুলিশ প্রতিনিয়ত তাকে খুঁজছে। গোয়েন্দারা বিশ্বস্ত সূত্রে জকিগঞ্জের ডাউকি সীমান্ত এলাকায় তার অবস্থান নিশ্চিত করেছিলেন। গোয়েন্দা উপস্থিতি টের পেরে অভিযানের পূর্বেই (গতরাতে) সে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ গোয়েন্দাদের সহযোগিতায় এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে সিলেট জেলা আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য,২০২২ সালের ১০ জুলাই বিয়ানীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আফজাল হোসাইনের গণসংবর্ধনা অনুষ্ঠানে দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়। সে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নিদনপুর গ্রামের ফারুক আহমদের ছেলে তারেক আহমদ সহ কয়েকজন আহত হন। তারেকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই রাতে সে মারা যায়।
এ ঘটনায় নিহত তারেক আহমদের ভাই সাজু আহমদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। বিয়ানীবাজার থানায় সে মামলার নং ১৩(৭) ২০২২। জিয়ার মামলা নং ১৯৬/২০২২।
এ মামলার এজাহার নামীয় ৩ নং আসামী হলেন একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম আহমদ। মামলার অন্যান্য আসামীরা হলেন নাহিদুল ইসলাম,আশরাফুল ইসলাম,ইমাম হোসেন সাহান,রেদওয়ান হোসেন,কলিম মিয়া ও জয়নুল ইসলাম।