কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতার বাড়িতে হামলা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
কুলাউড়া উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক জামায়াত নেতা মো: খলিলুর রহমানের বাড়িতে হামলা করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। ১২ মার্চ বিকাল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির কয়েক লক্ষ টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং তার পিতাকে শারীরিক ও মানষিকভাবে আঘাত করে রক্তাক্ত জখমী করে হামলাকারীরা। এঘটনায় জামায়াত নেতা মো: খলিলুর রহমানের পিতা মো: তেজাব মিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা আমলে নেয়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মো: খলিলুর রহমান দীর্ঘদিন থেকে দুবাইয়ে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসা যাওয়া করতেন এবং তার দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। সর্বশেষ তিনি ২০২২ সালে বাংলাদেশে এসে একটি মিথ্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর দুবাইতে চলে যান এবং আর দেশে ফিরতে পারেননি। এমনকি দুবাইতে অবস্থানকালে তার বিরুদ্ধে আরেকটি মিথ্যা মামলায় দায়ের করা হয়। যার জন্য পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রায় সময় তার বাড়িতে এসে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের হাত থেকে বাঁচতে জামায়াত নেতা মো: খলিলুর রহমান তার স্ত্রী সন্তান নিয়ে যুক্তরাজ্যে চলে যান। এ বিষয়ে জামায়াত নেতা মোঃ খলিলুর রহমানের পিতা মোঃ তেজাব মিয়া বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। ১২ মার্চ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী সহ পুলিশ আমাদের বাড়িতে আসে। তারা আমার ছেলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে এবং আমার ছেলেকে তাদের কাছে আত্মসম্পূর্ণ করতে বলে। কিছুক্ষণ পর পুলিশ বাড়ি থেকে চলে যায়। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা আমার বাড়িতে অবস্থান করে বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারধর করে রক্তাক্ত জখমী করে। তারা আমাকে হুমকি দিয়ে বলে যে, আমার ছেলে তাদের কাছে আত্মসম্পূর্ণ না করলে তারা আমার ছেলেকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। উক্ত হুমকি ও হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ আমার মামলা গ্রহণ করেনি। বরং আমাকে আরও শাসিয়ে দিয়েছে, এঘটনায় যেন কোনো প্রতিবাদ না করি। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথ যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের একটি হামলার বিষয়ে আমি অবগত আছি। তথ্য প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।