জোড়াতালি দিয়ে হচ্ছে ইউনিব্লক সড়ক, কাজ ফেলে ঠিকাদার উধাও!
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
একে তো সড়কের নির্মাণ কাজ হচ্ছে জোড়াতালি দিয়ে। এরমধ্যে দুই মাস ধরে কাজ ফেলে রেখে উধাও হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। হওয়ার কথা ছিল দৃষ্টিনন্দন মন জুড়ানো সড়ক। বিপরীতে হয়েছে জোড়াতালির রাস্তায় সীমাহীন দুর্ভোগ। মৌলভীবাজার সদর উপজেলার সম্পাসী-উলুয়াইল-একাটুনা রাস্তার কাজ পাঁচ মাসে হয়েছে মাত্র ২০ শতাংশ। বাকি কাজ কবে শেষ হবে তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে সংশয়। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান জোড়াতালি দিয়ে দায়সারা কিছু কাজ করে ফেলে রেখেছে, যার কারণে যাতায়াতের ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
জানা যায়, পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন সম্পাসী-উলুয়াইল-একাটুনা সর্বমোট ৪ হাজার ১শ ১০ মিটার রাস্তা নির্মাণের জন্য ২ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে কাজটি সম্পন্ন করার দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আইএনএসফোর ঢাকা। ২০২৩ সালের ১০ অক্টোবর প্রকল্পটির ভিত্তি প্রস্থর করেন সাবেক সংসদ সদস্য। গ্রামীণ সড়কটির পুরনো কার্পেটিং ভেঙে তার উপর ইউনিব্লক স্থাপনের কাজ শুরু হলেও তা বেশীদূর আগায়নি। উদ্বোধন হবার পর ৫ মাসে কাজ হয়েছে মাত্র ৫শ মিটার। অন্যদিকে কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে স্থানীয়দের। পুরনো কার্পেটিং ভেঙ্গে যেভাবে রোলার মাড়াই করার নির্দেশনা ছিলো সেভাবে করা হয়নি বা হচ্ছেনা। ইউনিব্লক স্থাপনেও রয়েছে অনেক ফাঁক। এভাবেই জোড়াতালি দিয়ে দায়সারা কাজ হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় মোহাম্মদ আলা মিয়া বলেন, গত ২ মাস যাবৎ রাস্তার কাজ বন্ধ রয়েছে। কাজ তদারকিতে যারা ছিল, তারা কাজ ফেলে চলে গিয়ে আর ফিরে আসেনি। এই অবস্থায় এই রাস্তা দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এ রাস্তায় চলাচলকারী স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, এই প্রকল্পটি কি পরিত্যক্ত হতে চলেছে।
একাটুনা ইউনিয়নের সাবেক মেম্বার সুন্দর মিয়া বলেন, এই রাস্তাটি যে ভাবে কাজ হচ্ছে। ভবিষতে আমাদের জন্য দুর্ভোগের কারণ হবে। জোড়াতালি দিয়ে কোন নিয়ম না মেনে ইচ্ছেমতো কাজ করছি। সরকারের কাছে দাবি এই রাস্তাটির তদারকির দাবি জানাচ্ছি।
সম্পাসী গ্রামের বাসিন্দা করিম মিয়া বলেন, রাস্তাটির কাজ বন্ধ। অগুছালোভাবে ব্লক ফেলে রাখা। আমাদের জন্য গলার কাটা হয়ে এখন এই রাস্তাটি আছে। আমাদের এই রাস্তাটি ভালভাবে কাজ হচ্ছে না। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনরোধ করছি যেন এটির সামাধান হয়।
সম্পাসী গ্রামের বাসিন্দা করিম মিয়া বলেন, রাস্তাটির কাজ বন্ধ। অগুছালোভাবে ব্লক ফেলে রাখা। আমাদের জন্য গলার কাটা হয়ে এখন এই রাস্তাটি আছে। আমাদের এই রাস্তাটি ভালভাবে কাজ হচ্ছে না। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনরোধ করছি যেন এটির সামাধান হয়।
যুক্তরাজ্য প্রবাসী শাহ আতাউর রহমান বলেন, অনেকদিন পর এসে খুশি হয়েছিলাম যে আমাদের গ্রামের উলুয়াইল রোড থেকে সম্পাসি পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে। কিন্তু আজ দেখে আমি হতাশ, আমার মনে হচ্ছে কাজ সঠিকভাবে হচ্ছে না। আমি এই রাস্তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে অনুরোধ এইদিকে একটি নজর দিন।
উলুয়াইল গ্রামের বাসিন্দা টিপু সুলতান চৌধুরী বলেন, আগে তো রাস্তা ভাঙা ছিল তবুও গাড়ি নিয়ে যাওয়া যেতো। এখন কোটি টাকা খরচ করে রাস্তার কাজ হচ্ছে কিন্তু একটা সিএনজিও পাস হয় না। কাজ ফেলে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট যারা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ এটির দ্রুত সামধান করুন।
এবিষয়ে মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজটি ফেলে রেখেছে। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগদা দিয়েছি যেন দ্রুত কাজটি শেষ করে।