তালিকার বাহিরের ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সম্বোধন, বিভিন্ন মহলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৪, ৩:২০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে বরমান গ্ৰামের এখলাছুর রহমান গত সোমবার মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর তাকে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা সম্বোধন করা হয়। এতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন মহল থেকে এই ঘটনায় জানানো হচ্ছে নিন্দা।
সোমবার ১১ মার্চ রাতে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক বেলাল হোসেন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন,
তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোন উপাদি নয়, নামের আগে বীর মুক্তিযোদ্ধা লাগাতে হলে ১৯৭১ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা হতে হলে জীবিত অবস্থায়,
ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা বা বাংলাদেশ গেজেটে নাম থাকতে হয়। মারা যাওয়ার পর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয় (যাহা গতকাল একই গ্রামের শাহী ঈদগাহ মাঠে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জানাব রেনু মিয়া চাচাকে দেওয়া হয়েছিলো)। ৬ বছর যাবত মৌলভীবাজার সদর উপজেলা “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে জেলা ইউনিট কমান্ড এর দ্বায়িত্ব পালন করছি। উনার নাম কোন তালিকায় দেখি নাই। সবাইকে অনুরোধ করবো বীর মুক্তিযোদ্ধা একটা সম্মানিত নাম যতাততা ব্যবহার করে এই নাম কে অসম্মানিত করবেন না।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় আলোচনার ঝড় বইছে।