মৌলভীবাজারে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান আলোচনা সভা, কেককাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (১০ মার্চ) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান পালিত হয়। বাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক হারুনুর রশীদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক মো. আব্দুল কাদির, মামুনুর রশিদ, মাহবুবুর রহমান রাহেল, হাসানাত কামাল, তৌফিক আহমদ রাজন, আশরাফ আলী, ওমর ফারুক নাঈম, এডভোকেট পারভেজ আহমদ, মামুন প্রমূখ।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।