বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিআইএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে ২য় বারের মতো আয়োজন করেছে বিআইএস টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।
রবিবার (১০ মার্চ) মৌলভীবাজার সরকারী কলেজ স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয় খেলা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব। সভাপতিত্ব করেন বিআইএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন ২) পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল করিম রাফি। সংগঠনের যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির তপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আহমদ আলী জিবু, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলি চৌধুরী, সংগঠনের মহাসচিব মিজানুর রহমান রাসেল, যুগ্ম মহাসচিব তাহির মিয়া মুন্না, সাংগঠনিক সচিব এম জুনেদ আহমদ, জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার উপ পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমদ নিশান, কার্যকরী পরিষদের সদস্য ডেন্টিস রাহেল আহমেদ, ডেন্টিস সজল আহমেদ, প্রবাসী জনি আহমদ।
আম্পেয়ার ছিলেন ফাহিম আহমদ, এই খেলায় সংগঠন অংশগ্রহণকারীর টিম গুলো হচ্ছে জেলাব্যাপি মেধা যাচাই পরীক্ষার উপ পরীক্ষা নিয়ন্ত্রক রুমেল আহমদ চৌধুরী ও নির্বাহী পরিচালক ফাইয়ান আহমদ এর নেতৃত্বে রুমেল & ফাইয়ান ফাইটার্স প্লেয়ার ছিলেন তাহির মিয়া মুন্না, জাকির হোসাইন আতিক, রুজেন রহমান, শুকুর আহমদ মুন্না, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাফি আহমদ, মোহাম্মদ জাবেদ ফারহান, হৃদয় মিয়া,নোমান আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম রাকিব।
যুগ্ন অর্থ সচিব কামরান চৌধুরীর নেতৃত্বে চৌধুরী চেলেঞ্জারর্স প্লেয়ার ছিলেন সাব্বির আহমদ তপু, শাহ সিজলু আহমদ, সিহাব আহমদ, ফয়ছল আহমদ শাহী,জুয়েল আহমদ, শাহরিয়ার রহমান শিহাব, জাহিদ আহমদ, তানভীর আহমদ ইফতি,কাওছার আহমদ, আশরাফুল আরিফ ছানি, মামুনুর রশিদ।
কার্যকরী পরিষদের সদস্য জাকির হোসেন এর নেতৃত্বে ব্রাদার্স ওয়ারিওর্স প্লেয়ার ছিলেন জাকির হোসেন, সাব্বির হোসাইন সাগর, ইমন আহমদ, তোফায়েল আহমদ, শেখ তামজিদ হোসেন অভি, মির্জা মেরাজুল ইসলাম ইমন, মোহাম্মদ আমান রহমান, রিয়াদ আহমদ, নায়েব খান, ইমন আহমদ, মুহিবুর রহমান, ফরহাদ রশিদ।
নির্বাহী পরিচালক মোনাঈদ আহমদ মুন্না নেতৃত্বে এম এস স্টাইর্কাস প্লেয়ার ছিলেন আলী আহমদ, শেখ রাফি আহমেদ ছাকিব, বাবলু আহমদ, শেখ সামি, সুজাত মালাকার, রিমন আহমদ, আহমদ তালুকদার, ফরজান আহমদ, রোহান আহমদ।
খেলায় চ্যাম্পিয়ন হয় কামরান চৌধুরী নেতৃত্বাধীন চৌধুরী চ্যালেঞ্জার্স, রানার্সআপ হয় রুমেল আহমদ চৌধুরী ও ফাইয়ান আহমদ এর নেতৃত্বধীন রুমেল এন্ড ফাইয়ান ফাইটার্স, তৃতীয় স্থান অধিকার করেন মোনাঈদ আহমদ মুন্না এর নেতৃত্বাধীন এম এস স্টাইর্কাস চতুর্থ স্থান অধিকার করেন জাকির হোসেন এর নেতৃত্বাধীন ব্রাদার্স ওয়ারিওর।
খেলাটি সুষ্ঠু সুন্দরভাবে আয়োজন করার জন্য আয়োজক কমিটির জায়েদুল ইসলাম আমিনুল, শেখ মিজানুর রাহমান,আদনান জাকারিয়া, মোঃ রাফি মিয়া সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।