মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বার্মিংহামের সিরাজাম মুনিরা পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০২৪, ২:১৯ অপরাহ্ণ

বিশেষ সংবাদদাতা:
ব্রিটেনের অন্যতম ইসলামী মারকায বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টার পরিদর্শন করেছেন যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।
৬ মার্চ বুধবার সন্ধ্যায় তিনি সিরাজাম মুনিরা সেন্টারে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মসজিদের অন্যতম পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদ ও মাওলানা আবুল হাসান। পরে মসজিদের পক্ষ থেকে তাঁকে অ্যারাবিক ক্যালিওগ্রাফী সম্বলিত দেয়ালিকা উপহার দেন মসজিদের খতীব সায়্যিদ শেখ ফাদি যুবা ইবনে আলী।

এসময় মেয়র ফজলুর রহমান সিরাজাম মুনিরার সুবিশাল পরিসর দেখে অভিভূত হন এবং বিশ্বব্যাপী খেদমত শুনে সিরাজাম মুনিরার ভূয়সী প্রশংসা করেন।
এতে উপস্থিত ছিলেন মো. মোস্তফা কামাল বাবলু, মঈনুদ্দিন আহমদ লিটন ও রুহুল আমীন রুহেল প্রমুখ।