২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজারে তরবিয়ত প্রদান করবেন বড় ছাহেব ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
সংবাদদাতা:
আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজারে তাসরিফ আনবেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
তিনি মৌলভীবাজার সদরের হিলালপুরে অবস্থিত সৈয়দ আবু শাহজাহান হিফজুল কুরআন মাদরাসা ও এতিমখয়ানায় হিফজ সম্পন্নকারী ছাত্রদের মধ্যে পাগড়ী প্রদান করবেন।
২৮ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে তালিম তরবিয়ত প্রদান করবেন প্রধান অতিথি। এছাড়া আরো বরেণ্য উলামায়ে কেরাম বয়ান রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ মোজাম্মিল আলী শরীফ। তিনি মহতি এ মাহফিলে শরীক হওয়ার জন্য সকলকে আহবান করেন।